Languages

মালয়েশিয়া সফরে যাচ্ছেন মহম্মদ ইউনুস

ওয়েব ডেস্ক: তিনদিনের মালয়েশিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোঃ ইউনুস। সেখানে অভিবাসন নীতি ও বিনিয়োগ বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রধান উপদেষ্টার এই মালয়েশিয়ার সফর চলাকালীন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি খাত সহ বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের জন্য মোট পাঁচটি সমঝোতা চুক্তি হতে পারে। রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার এই সফর নিয়ে খোলসা করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

জানা গিয়েছে, সোমবার দুপুরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান ও আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হবে। মঙ্গলবার পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হবে। এরপর প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে। সেখানে দ্বিপাক্ষিক দেশের মধ্যে সমস্ত চুক্তি বিষয়ক আলোচনা হবে।

মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ, শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে জোর দেবে ঢাকা। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও মানুষে-মানুষে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।