Languages

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, রিখটার স্কেলে মাত্রা ৬

ওয়েব ডেস্ক: প্রতিদিন বিশ্বের কোন না কোন দেশে অনুভূত হচ্ছে ভূমিকম্প। এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের পশ্চিমাংশ, রিখটার স্কেলে মাত্রা ৬। পূর্ব রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। প্রসঙ্গত, গত রবিবার ওই একই এলাকায় ৬.৮। রাশিয়ার পর এবার কেঁপে উঠল তুরস্ক।

তুরস্কে রবিবারের ভূমিকম্পে পশ্চিম তুরস্কের সমস্ত শহর কেঁপে উঠেছে। ইস্তানবুল এবং পর্যটকদের পছন্দের শহর ইজমিরেও অনুভূত হয়েছে ভূমিকম্প। যদিও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ও মৃত্যুর বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। এক্স হ্যান্ডেলে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নেমে পড়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে কেঁপে উঠেছিল তুরস্কের মাটি। তুরস্ক ও সিরিয়া মিলে সেবার ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। দু বছর আগে স্মৃতি ফিরে ফিরে আসছে তুরস্ক বাসীর মনে। কোনভাবেই সেই আতঙ্ক যেন ফিরে না আসে তার চেষ্টাই করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। রবিবার ভূমিকম্প অনুভূত হলেও তারপর থেকে বেশ কয়েকবার আফটারশক অনুভূত হয়েছে