ওয়েব ডেস্ক: অপেক্ষার অবসান,পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশনে চালু হল প্রথম এসি লোকাল ট্রেন। শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত চলবে ১১১৬ আসন বিশিষ্ট ট্রেনটি। সোমবার অর্থাৎ ১১ অগাস্ট থেকে শিয়ালদা-রানাঘাট রুটে এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে। তার আগে রবিবার এই এসি লোকালের উদ্বোধন হল। এটি পূর্ব রেলওয়ের প্রথম এসি লোকাল। যা নিয়ে যাত্রীদের উৎসাহ এখন তুঙ্গে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর।
উদ্বোধনে এসে সুকান্ত মজুমদার বলেন, রাজ্যে বহু রেল প্রকল্প জমি জটে আটকে রয়েছে। রাজ্য সরকারের কাছে আবেদন কেন্দ্রের সঙ্গে আলোচনা করে সেই সমস্যার সমাধান করতে। এমনকি মুখ্যমন্ত্রীকে তিনি প্রস্তাব দেন, যাতে শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে নামকরণ করতে মুখ্যমন্ত্রী রেলকে বলেন।শমীক ভট্টাচার্যের গলাতেও একই কথা শোনা যায়। তিনি জানান, আজকের ভারত আধুনিক ভারত। শিয়ালদহ- রানাঘাটের মত শিয়ালদহ -বনগাঁ সেকশনে যাতে এসি লোকাল ট্রেন চালানো যায় সে নিয়ে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানান তিনি।
রেল জানিয়েছে, শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে আপাতত আপ-ডাউন মিলিয়ে এক জোড়া এসি লোকাল ট্রেন চলবে। মূলত, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যস্ত সময়েই চালানো হবে লোকাল দু’টি। সকালের এসি লোকালটি ৮টা ২৯ মিনিট নাগাদ রানাঘাট থেকে ছাড়বে। শিয়ালদা পৌঁছোবে সকাল ১০টা ১০ মিনিটে। আর সন্ধ্যার লোকালটি ছাড়বে শিয়ালদা থেকে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ ট্রেনটি ছাড়বে। রানাঘাট পৌঁছোবে রাত ৮টা ৩২ মিনিটে। কোথায় কোথায় দাঁড়াবে, সেই তালিকাও দেওয়া হয়েছে। ট্রেনটি দাঁড়াবে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদায়। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন। ১২টি কোচ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশস্ত ভেস্টিবিউল গ্যাংওয়ে দ্বারা সংযুক্ত। প্রতি কোচে ৪টি করে সিসিটিভি রয়েছে। স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা। ডাবল কাচের প্রশস্ত জানালা। জিপিএস ভিত্তিক এলইডি বোর্ড ও ঘোষণার ব্যবস্থা। আপদকালীন পরিস্থিতিতে চালকের দৃষ্টি আকর্ষণ করার জন্য রয়েছে ‘ইমারজেন্সি টক ব্যাক ইউনিট।’
এদিন এসি লোকাল ট্রেনের উদ্বোধনে নদিয়ার রানাঘাট স্টেশনে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। যাত্রীদের দাবি অনুযায়ী, রানাঘাট-শিয়ালদা রুটে আগামী দিনে ট্রেন সংখ্যা বাড়ানো হতে পারে বলে রেল সূত্রে খবর।