Languages

পাকিস্তানকে কিস্তিমাত করে দিয়েছি, ‘সিঁদুর’ নিয়ে বললেন সেনাপ্রধান

ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ জারি করেছিল ভারত। এর মাধ্যমে পাক সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, সেনাকে অপারেশন সিঁদুরের সময় স্বাধীন ভাবে পদক্ষেপ করতে দেওয়া হয়নি। সেই অভিযোগ উড়িয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানান, পহেলাগাঁও হামলার পরের দিনই সশস্ত্র বাহিনীকে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়া হয়েছিল। সেনাপ্রধান বলেন, ২৩ এপ্রিল একটি বৈঠক ডাকা হয়েছিল এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ‘যথেষ্ট হয়েছে। তিন প্রধানকেই তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে কিছু একটা করতে হবে। ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল।

তামিলনাড়ুতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, “অপাররেশন সিঁদুর দাবা খেলার সমান ছিল। আমরা জানতাম না শত্রুর পরবর্তী পদক্ষেপ কী হবে। একে গ্রে জোন বলা হয়। আমরা দাবার চাল তৈরি করছিলাম। শত্রুপক্ষও তাই করছিল। তিনি আরও বলেন, “অনেক ক্ষেত্রেই আমরা তাদের কিস্তিমাত করে দিয়েছি। তবে আমাদের ঝুঁকিও কম ছিল না। কিন্তু এটাই তো জীবন।”পাকিস্তানকে কটাক্ষও করে সেনাপ্রধান বলেন, ‘যদি আপনি কোনও পাকিস্তানিকে জিজ্ঞাসা করেন, তাঁরা হেরেছেন নাকি জিতেছেন, তিনি বলবেন, আমাদের সেনাপ্রধান ফিল্ড মার্শাল হয়ে গিয়েছে। এর মানে আমরা নিশ্চয়ই জিতেছি।