ওয়েব ডেস্ক: একটা হড়পা বান কেড়ে নিয়েছে সবকিছু। কোনভাবেই তুই হারিয়ে যাওয়াকে ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা সম্ভব নয়। কিন্তু তারপরেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেবা হয়েছে গ্রামবাসীদের। কিন্তু সেই ক্ষতিপূরণের পরিমাণ এতটাই কম, সেটা নিয়ে তারা কি করবেন কিভাবে জীবন শুরু করবেন তা বুঝতে পারছে না গ্রামবাসীরা। ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত হয়েছে উত্তরকাশীর ধরালী গ্রাম। ক্ষীরগঙ্গা নদীর তীরে অবস্থিত এই গ্রাম রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৫ অগাস্ট। সেখানকার অধিকাংশ বাড়ি ধুয়ে মুছে গিয়েছে। রাস্তাঘাট, সেতুর অবস্থাও শোচনীয়। এবার ধরালীর গ্রামবাসীদের ক্ষতিপূরণ দিয়েছে প্রশাসন। তাঁদেরকে দেওয়া হয়েছে মাত্র ৫ হাজার টাকা করে। কিন্তু ক্ষতির তুলনায় ক্ষতিপূরণের অঙ্ক দেখে চোখ কপালে ওঠার জোগাড়। এই আর্থিক ক্ষতিপূরণে একেবারেই খুশি হতে পারেননি ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা।
তাঁরা জানিয়েছেন, এই ক্ষতিপূরণ অত্যন্ত সামান্য। এটা যথেষ্ট নয়। হড়পা বানের জেরে যে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে, তার কাছে এই ক্ষতিপূরণ অপমান বলে মনে করেছেন তাঁরা। গ্রামবাসীরা বলেছেন পরিবার, বাড়ি, ব্যবসা সমস্ত কিছু মিলিয়ে যা ক্ষতি হয়েছে তা কোটি টাকার সমান। সেখানেই এই টাকা তুচ্ছ। তাদের অভিযোগ এলাকায় এখন বিদ্যুৎ পরিষেবা নেই। প্রশাসনের পক্ষ থেকে মোমবাতি দেওয়া হলেও তা ঘটনার চারদিন পর পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে রেশনের কোন ব্যবস্থা করা হয়নি।