Languages

দেবী দুর্গা রূপে ইধিকা পাল

ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব। কলকাতা শহর থেকে রাজ্যের নানা জায়গার মণ্ডপ সজ্জার কাজ ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পুজোর শুরু মহালয়ায় মহিষাসুরমর্দিনী’ দিয়ে। মহালয়ার সকালে টিভি পর্দায় মহালয়া অনুষ্ঠানে কে সাজবে দুর্গা, তা দেখার জন্যও দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। আর আগ্রহকেই তিনগুন বাড়িয়ে দিল ইধিকার দুর্গা অবতার।

এবার দুর্গা রূপে এই প্রথমবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে ইধিকাকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তারই প্রোমো। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক। জি বাংলার এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘জাগো মা জাগো দুর্গা।’ছোট পর্দার মাধ্যমে জার্নি শুরু করলেও একে একে দুই বাংলায় জনপ্রিয় হয়ে উঠেছেন ইধিকা। বড় পর্দায় জার্নি শুরু করেছেন সুপারস্টারদের সঙ্গে। একের পর এক ছবিতে নায়িকার ভূমিকায় নজর কেড়েছেন তিনি। তবে এবার তাঁকে এই রূপে দেখেও মন ভোরে গিয়েছে সকলের।