Languages

অভয়ার মায়ের আঘাতে জন্য দায়ী শুভেন্দু, দাবি অভয়া মঞ্চের

ওয়েব ডেস্ক: আরজি করের ঘটনার সুবিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল আর জি করে নির্যাতিতার পরিবার। শনিবার, সেই প্রতিবাদে অংশগ্রহণ করে অসুস্থ হয়ে পড়লেন অভয়ার মা। শুভেন্দু অধিকারীদের জন্যই আরজি করের নির্যাতিতার মায়ের কপালে চোট লেগেছে বলে অভিযোগ করল অভয়া মঞ্চের।

মঞ্চের আহ্বায়ক তমোনাশ চৌধুরী দাবি করলেন, গত এক বছরে একাধিকবার নির্যাতিতার বাবা-মা’কে সঙ্গে নিয়ে তাঁরা মিছিল করেছেন। কিন্তু কখনও এরকম পরিস্থিতি তৈরি হয়নি। অথচ আজ আহত হলেন নির্যাতিতার মা। তাই এই বিষয়টাও উল্লেখ করা দরকার। পুলিশও যেমন দায়ী, তেমন দায় এড়াতে পারেন না শুভেন্দুরাও।

‘নবান্ন অভিযান’ রুখতে ধর্মতলা, শিয়ালদহ এবং সাঁতরাগাছি থেকে নবান্নমুখী সব রাস্তায় দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেছিল পুলিশ।কলকাতা-হাওড়া দুই শহরেরই প্রাণকেন্দ্র প্রায় চার-পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থেকেছে।ধর্মতলা থেকে রওনা দেওয়া ওই মিছিলেই ছিলেন নির্যাতিতার মা-বাবা। তাঁদের সঙ্গে প্রথমে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, জোয়েল মুর্মু, আশিস বিশ্বাসেরা। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ, সুব্রত ঠাকুর, অশোক দিন্দা, নীলাদ্রিশেখর দানা-সহ একঝাঁক বিধায়ক মিছিলটিতে যোগ দেন। পাশের রাস্তায় ব্যারিকেড করে মিছিলকে উল্টো দিকের লেনে ঘুরিয়ে দেওয়া হয়। উড়ালপুলের ডান পাশের রাস্তা ধরে মিছিল এগোতে থাকে। পার্ক স্ট্রিট মোড়ের কয়েকশো মিটার আগেই বড় ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছিল পুলিশ। জনা দশেক বিজেপি কর্মী মিছিলের আগে ছুটে গিয়ে প্রথমে ব্যারিকেডে ধাক্কাধাক্কি শুরু করেন। পিছনের মিছিল ব্যারিকেড পর্যন্ত পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে বুঝে পুলিশও তৎপরতা বাড়াতে শুরু করে। কিন্তু মিছিলটি আচমকা লেন বদলে যাদুঘরের দিকের রাস্তায় চলে যায়। তার পরে দ্রুত এগনোর চেষ্টা করে। কিন্তু কিড স্ট্রিটের মুখেই আবার আটকে যায় পুলিশের ব্যারিকেডে।
নির্যাতিতার মা-বাবার পাশে শুভেন্দু চলে এসেছেন। ব্যারিকেড ভেঙে এগনোর জোরদার চেষ্টা শুরু হয়। মিনিট দশেকের ধস্তাধস্তিতে ব্যারিকেডের একটি অংশ আলগা হয়ে যায়। সেই ফাঁক দিয়ে নির্যাতিতার মা-বাবাকে সঙ্গে নিয়ে জনা ত্রিশেক আন্দোলনকারী এগিয়ে যান। কিন্তু শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা বেরনোর আগেই পুলিশ আবার ব্যারিকেড জুড়ে দেয়। ধস্তাধস্তিতে আহত হয়েছেন নির্যাতিতার মা-বাবা।

সেজন্য বিজেপিকে দুষেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, ভিড়ের মধ্যে বাবা-মা’কে ঠেলে দিয়ে নিজেদের মধ্যে বিজেপি নেতারা যে নাটক করবেন। মঞ্চের অন্যতম সদস্য তমোনাশ চৌধুরীর দাবি করেছেন, তাঁরাও অভয়ার মা-বাবাকে নিয়ে গত একবছরে বহু অভিযানে শামিল হয়েছেন। কিন্তু কখনও কোনও অঘটন ঘটেনি। এবার বিজেপি সেই অভিযানে শামিল হয়েছে। তাই যা ঘটেছে, তাতে বিজেপি নেতাদেরও দায় রয়েছে।