Languages

নবান্ন অভিযানে অসুস্থ অভয়ার মা, পুলিশকে জুতো দেখান বিক্ষোভকারীরা

ওয়েব ডেস্ক: আরজি করের ঘটার একবছর পূর্ণ হল আজ। সেই আবহে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল নাগরিক সমাজ। সেই মিছিলে অংশ নিয়েছেলেন নির্যাতিতার মা-বাবা। আর সেই অভিযান ঘিরেই এবার রণক্ষেত্রে পরিণত হল কলকাতা। অভিযোগ, পুলিশ মিছিল আটকে দেওয়ার পর অবস্থানে বসেন নির্যাতিতার মা-বাবা। অবস্থানে বসে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা। অভিযোগ, পুলিশের কাছে জল চাওয়া হলে তা দেয়নি তারা। পরে অন্য আন্দোলনকারীরা জল জোগাড় করে আনেন। পরেও নির্যাতিতার মায়ের অসুস্থতা না-কমায়, তাঁকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাঁতরাগাছিতে পুলিশের লোহার ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছেন আন্দোনকারীরা। সাঁতরাগাছিতেও ব্যাপক উত্তেজনা। সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগনোর চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে জলের বোতল, চুড়ি ছোড়া হয়। বিক্ষোভকারীরা পুলিশকে জুতো দেখান। তবে পুলিশ বার বার তাঁদের আইনশৃঙ্খলা বজায় রাখার বার্তা দিচ্ছে। মিছিল পার্ক স্ট্রিটে পৌঁছোতেই তা আটকে দেয় পুলিশ। প্রথমে মিছিলের মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশ তাঁদের আটকায়। ফলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু।রেসকোর্সের কাছে পুলিশ ব্যারিকেড করেছে। সেখানেই আটকে যান নির্যাতিতার বাবা-মা। আটকাতেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে থাকা আন্দোলনকারীরা। কিছু ক্ষণ পর পুলিশের ব্যারিকেডে উঠে পড়েন নির্যাতিতার বাবা-মা। সেখানে অবস্থানে বসেন তারা।

শনিবার নবান্ন অভিযান চলার সময় অসুস্থ হয়ে পড়লেন তিনি। আগেই তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তাঁর শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। তিনি এও বলেছিলেন, কলকাতা পুলিশ তাঁকে মেরেছে। যদিও, ডিসি পোর্টের দাবি, কেউই তিলোত্তমার মাকে মারেননি। এরই মধ্যে এবার অসুস্থ হয়ে পড়লেন তিনি। সূত্রের খবর, তাঁর মাথা ঘোরাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। ইতিমধ্যেই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।