Languages

নবান্ন অভিযান, কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ওয়েব ডেস্ক: আরজি কর কাণ্ডের এক বছর পরেও প্রকৃত বিচার পাননি। এখন অপরাধীরা ঘুরে বেড়াচ্ছেন, এই অভিযোগ নির্যাতিতা তরুণীর মা-বাবার। আজ শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে নাগরিক সমাজ।তাতে উপস্থিত থাকবেন নির্যাতিতার মা-বাবাও। তৃণমূল বাদে সমাজের সর্বস্তরের মানুষকে এই অভিযানে সামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন তাঁরা। নবান্ন অভিযান ঘিরে কড়া নজরদারি পুলিশ-প্রশাসনের। কলকাতার বহু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল লালবাজার।

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযানে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। ব্যারিকেড ভাঙা, ভাঙচুর, বাইকে আগুন, এবং আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে দুই পক্ষেরই একাধিক জন আহত হয়েছিলেন। নবান্ন অভিযানের জেরে নবান্ন এবং সংলগ্ন এলাকায় উত্তেজনা তৈরি হতে পারে। সেই কথা মাথায় রেখেই ইতিমধ্যেই নবান্নমুখী একাধিক রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা শুরু করল পুলিশ প্রশাসন। কলকাতা পুলিশ জানিয়েছে, শনিবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই সময়ে জরুরি পরিষেবার গাড়ি ছাড়া সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে সেই সব রাস্তায়।

লালবাজার সূত্রের খবর, বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, হাইড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।জরুরি পরিষেবার গাড়ি ছাড়া সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিষিদ্ধ থাকবে নির্দিষ্ট রাস্তাগুলিতে। তালিকায় রয়েছে— বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, হাইড রোড, জওহরলাল নেহরু রোড, আরআর অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, এমজি রোড, ব্র্যাবোর্ন রোড এবং হাওড়া সেতু। জায়গায় জায়গায় বসানো হবে স্টিলের ব্যারিকেড, কন্টেনার, জলকামান। বহু জায়গায় ব্যারিকেড বসেছে। পুলিশ সূত্রের খবর, হাওড়ার সঙ্গে কলকাতার যোগাযোগের আরও একটি গুরুত্বপূর্ণ পথ বিদ্যাসাগর সেতুতে কোনও মিছিল উঠতে না পারে, তারজন্য সেতুতে ওঠার সমস্ত রাস্তায় থাকবে ব্যারিকেড।