Languages

ইংল্যান্ডের সফরে সফল হয়ে আরও এক দলের ক্যাপ্টেন হলেন শুভমন

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অসাধারণ ছন্দে ছিলেন শুভমান গিল। পাঁচ টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৫৪ রান, গড় ৮৩.৭৮। চারটি শতরান সহ তাঁর সর্বোচ্চ স্কোর ২৬৯। এমন দুরন্ত পারফরম্যান্সের পরেও বিশ্রামে না গিয়ে আবারও মাঠে নামছেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক। এবার দলীপ ট্রফিতে উত্তরাঞ্চল (নর্থ জোন) দলের নেতৃত্ব দেবেন গিল।

১৭ বারের চ্যাম্পিয়ন উত্তরাঞ্চল এবার গড়েছে একটি তারকাসমৃদ্ধ দল। গিলের পাশাপাশি রয়েছেন অভিজ্ঞ পেসার অর্শদীপ সিং এবং উদীয়মান তারকা হর্ষিত রানা। চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে দলীপ ট্রফি, যার ফাইনাল ১৫ সেপ্টেম্বর।

এবারের দলীপ ট্রফিতে ছ’টি অঞ্চল—উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, মধ্য ও উত্তর-পূর্ব—অংশ নিচ্ছে। বিসিসিআই চায়, প্রতিটি প্রতিভাবান ক্রিকেটার যেন নিজেকে প্রমাণ করার সুযোগ পান। সেই উদ্দেশ্যেই জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দেরও এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উত্তরাঞ্চলের স্কোয়াড

মূল দল:
শুভমান গিল (অধিনায়ক), শুভম খাজুরিয়া, অঙ্কিত কুমার, আয়ুশ বাদোনি, যশ ধুল, অঙ্কিত কলসি, নিশান্ত সিন্ধু, সাহিল লোট্রা, ময়ঙ্ক ডাগর, যুধবীর সিং চরক, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, আকিব নবি, কানহাইয়া ওয়াধাওয়ান (উইকেটরক্ষক)।

রিজার্ভ:
শুভম অরোরা (উইকেটরক্ষক), জসকরনবীর সিং পল, রবি চৌহান, আবিদ মুশতাক, নিশুঙ্ক বিড়লা, উমর নাজির, দিবেশ শর্মা

বিকল্প খেলোয়াড়:
শুভমান গিল, অর্শদীপ সিং এবং হর্ষিত রানার পরিবর্ত হিসেবে প্রস্তুত রয়েছেন শুভম রোহিলা, গুরনুর ব্রার এবং অনুজ ঠাকরাল।