Languages

ভারত-আমেরিকা টানাপোড়েনের মাঝেই ভারতে আসছেন পুতিন!

রাশিয়া থেকে তেল আমদানি ইস্যুতে ভারত ও আমেরিকার মধ্যে যখন টানাপোড়েন চরমে, ঠিক তখনই সামনে এলো এক গুরুত্বপূর্ণ খবর। চলতি আগস্ট মাসের শেষের দিকে ভারত সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার এক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘ইন্টারফ্যাক্স’-এর দাবি, এই সফরের সম্ভাবনার কথা জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

বর্তমানে মস্কো সফররত ডোভাল বলেছেন, “ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের এক বিশেষ সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি। দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো নিয়ে আলোচনা অপরিহার্য। চলতি মাসেই প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের সম্ভাবনা রয়েছে, এবং আমরা সে বিষয়ে আনন্দিত।”

আগে থেকেই জানা গিয়েছে, পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’জনেই অংশ নেবেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে, যা এই মাসেই সাংহাইতে অনুষ্ঠিত হবে। সেখানেই দুই রাষ্ট্রনেতার প্রথম সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। কিন্তু SCO সম্মেলনের পরপরই পুতিনের নয়াদিল্লি সফরের খবরে ভারতের কূটনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে।

এই সফরের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে রুশ তেল আমদানির বিষয়টি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিচ্ছেন, তখন তা একপ্রকার অগ্রাহ্য করেই মস্কো সফরে গিয়েছেন অজিত ডোভাল।