Languages

ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক, কৃষকদের স্বার্থের সঙ্গে আপস নয়, মোদি

ওয়েব ডেস্ক: রাতারাতি ভারতের উপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত রাশিয়ার থেকে তেল কিনেছে, সেই রাগেই শুল্ক দ্বিগুণ করে দিয়েছেন ট্রাম্প। আরও নিষেধাজ্ঞা চাপাতে চলেছেন বলেই হুমকি দিলেন ট্রাম্প।

রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য বুধবারই ভারতীয় পণ্যে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। বাড়তি ২৫ শতাংশের ফলে আগামী ২৭ অগস্ট থেকে ভারতকে আমেরিকায় পণ্য রফতানি করতে হলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা হলে দেশগুলির উপর ‘আরও অনেক’ বিধিনিষেধ আরোপ করা হবে। এই ঘোষণার পর বৃহস্পতিবার স্পষ্ট ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, কৃষকদের স্বার্থের সঙ্গে আপস করবে না ভারত। আগেই কেন্দ্রের একাধিক সূত্র মারফত জানা গিয়েছিল ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির ক্ষেত্রে অন্তরায় মূলত কৃষি এবং দুগ্ধজাত দ্রব্য নিয়ে দুই দেশের একমত হতে না-পারা। বাণিজ্যচুক্তি নিয়ে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও ইতিমধ্যেই ভারতের উপর দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। এই আবহে কৃষকদের স্বার্থরক্ষার কথা উল্লেখ করে আমেরিকাকে বার্তা দিলেন মোদি।

মোদি বলেন, “কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে। ভারত কখনও কৃষক, গোপালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না।” তার পরেই ইঙ্গিতপূর্ণ ভাবে প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি, এর জন্য আমাকে চড়া মূল্য চোকাতে হবে। কিন্তু আমি তার জন্য প্রস্তুত রয়েছি।