Languages

মাঠে দুরন্ত, মাঠের বাইরে মানবিক! জানুন পন্থের এক অজানা গল্প

ওয়েব ডেস্ক: ঋষভ পন্থ মানেই লড়াই। গাড়ি দুর্ঘটনার পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসা হোক কিংবা গুরুতর চোট নিয়েও মাঠে নেমে ব্যাট হাতে দলকে জেতানো—বারবার নিজের অদম্য মানসিকতার প্রমাণ দিয়েছেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার। এবার ক্রিকেট মাঠের বাইরে এক অনন্য কাজ করে ফের মুগ্ধ করলেন সকলকে।

কর্নাটকের বাগলকোট জেলার রাবাকবি গ্রামের এক দুঃস্থ ছাত্রী, জ্যোতি কানবুর মঠের পাশে দাঁড়ালেন পন্থ। দ্বাদশ শ্রেণিতে ৮৩% নম্বর পেয়ে উত্তীর্ণ হলেও আর্থিক সংকটে পড়েছিলেন জ্যোতি। কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন যেন থমকে গিয়েছিল ৪০ হাজার টাকার ফি’র কারণে।

জ্যোতির বাবা একটি ছোট চায়ের দোকান চালান, যার আয় দিয়ে এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না। বিষয়টি জানতে পেরে পন্থ কোনো দেরি না করে সরাসরি কলেজের ফি পরিশোধ করেন। পরে কলেজ কর্তৃপক্ষ এবং জ্যোতি এই মানবিক উদ্যোগের কথা জানতে পারেন।

জ্যোতি ও কলেজ যৌথভাবে একটি খোলা চিঠি লিখে পন্থকে ধন্যবাদ জানান। জ্যোতি এক সাক্ষাৎকারে বলেন, “BCS করা ছিল আমার স্বপ্ন। কিন্তু আর্থিক সমস্যার কারণে তা সম্ভব হচ্ছিল না। পন্থ স্যার আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখলেন। ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে আমি-ও দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে চাই।”

ক্রিকেট মাঠে ঝুঁকিপূর্ণ শট কিংবা উইকেটের পিছন থেকে ম্যাচ ঘোরানো—এসবের জন্য পন্থকে সবাই চেনেন। তবে এবার বাইশ গজের বাইরে মানবিকতার এই অনন্য উদাহরণ স্থাপন করে দেশবাসীর হৃদয় জয় করলেন তিনি।