Languages

মন্দির উদ্বোধনের পর এবার রাখিতেও জগন্নাথ!

ওয়েব ডেস্ক: আগামী শনিবার রাখি পূর্ণিমা। রাজ্যজুড়ে রাখি পূর্ণিমা পালন করবেন সকলেই। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দোকান বাজারে ইতিমধ্যেই রাখি বিক্রি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের রাখি কিনতে পাওয়া যায়। এবার নতুন রাখি এসেছে বাজারে। রাখিতে রয়েছেন জগন্নাথদেব।

জলপাইগুড়িতে এবার হিট জয় জগন্নাথ রাখি। কার্টুন চরিত্রের সঙ্গে পাল্লা দিয়ে বিকোচ্ছে জগন্নাথের ছবি দেওয়া রাখিও। এই রাখিগুলি কিনতে ভিড় উপচে পড়েছে জলপাইগুড়ির দিনবাজারে।

দিঘায় চলতি বছরের অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই পর্যটকদের মধ্যে দিঘার প্রতি আলাদা টান অনুভব হয়েছে। অনেকেই এখন পুরীর পাশাপাশি দিঘাতেও যাচ্ছেন জগন্নাথ দেবকে দেখতে। সমুদ্র তট বাদ দিয়েও মন্দির দেখতে যাচ্ছেন অনেকেই। পাশাপাশি সামনেই রাখি পূর্ণিমা উৎসব হওয়ায় সেই রাখিতেও রয়েছেন জগন্নাথ দেব।