Languages

ত্রাণের ট্রাক উল্টে নিহত ২০

ওয়েব ডেস্ক: নেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য। খাদ্য পানীয়ের জন্য ভরসা করতে হয় অন্যের ওপর। ত্রাণ নিতে গিয়ে মৃত্যু হয়েছে বহু প্যালেস্টাইনের। মঙ্গলবার ত্রাণ নিতে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে একটি ত্রাণের ট্রাক উল্টে ২০ জনের মৃত্যু হয়েছে। খাবারের আশায় জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষের ভিড়ের মাঝে উল্টে যায় ট্রাকটি।

মঙ্গলবার রাতের দিকে ত্রাণ নিয়ে একটি ট্রাক উল্টে যায়। এই ঘটনায় ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শত শত সাধারণ মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে,ইজরায়েল ট্রাক চালকদের ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌঁছানোর জন্য নিরাপদ পথের পরিবর্তে বিপদ সংকুল পথ ব্যবহার করতে বাধ্য করছে। এর ফলে প্রায়শই ক্ষুধার্ত মানুষ ট্রাকগুলোর কাছে ভিড় জমায়। এর ফলেই ঘটে যাচ্ছে বড়সড় দুর্ঘটনা।