ওয়েব ডেস্ক: ঝাড়গ্রামের ভাষা আন্দোলনের মঞ্চ থেকে ফের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেছেন, জোর করে মানুষের অধিকার কাড়তে দেবেন না। যদি প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমি সারা বিশ্বে প্রতিবাদ করবেন। অমিত মালব্যের নাম না করে কটাক্ষ করে তিনি বলেছেন, মালপোয়া তাঁর গ্রেফতারির দাবি জানাচ্ছেন। যদি সত্যিই গ্রেফতার করতে যায় বা গুলি করতে যায়, তবুও তিনি বাংলা ভাষার অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ করে যাবেন। ভোটার তালিকা থেকে কোনও নাম বাদ দিতে দেবেন না।
ভোটার লিস্টে কারচুপির অভিযোগে বাংলার দুই WBCS অফিসার-সহ ৫ জনকে সাসপেন্ড করে তাদের নামে FIR করতে মুখ্যসচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তানিয়ে বেজায় ক্ষুব্ধ CM মমতা। স্পষ্ট বলেন, ‘রাজ্যের কোনও অফিসারকে সাসপেন্ড করব না। ভোেট কি ঘোষণা হয়ে গেছে নাকি? ওরা ক্রীতদাসের মতো কাজ করছে। রাজ্যের কোনও সরকারি অফিসার বা কর্মী চিন্তা করবেন না।’
এনআরসি নিয়েও মুখ খুলেছেন তিনি। NRC হলে বাংলাদেশে যেতে হবে আতঙ্কে টালিগঞ্জের রিজেন্ট পার্কে ৬০ বছরের দিলীপ কুমার সাহা আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। বুধবার ঝাড়গ্রামে ঘটনার জন্য শোকপ্রকাশ করে বিজেপি ও কেন্দ্রকে নিশানা করলেন CM মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, এই আত্মহত্যার দায় কার? তিনি NRC করতে দেবেন না। ভোটার তালিকা থেকে একটাও নাম বাদ দিতে দেবেন না। সংখ্যালঘুদের ওপর অত্যাচার মেনে নেবেন না বলেও জানালেন মমতা।