ওয়েব ডেস্ক: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একটানা বৃষ্টি চলছে। ১০ আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কয়েকদিন টানা বৃষ্টির জেরে মঙ্গলবার সেবক-রংপো রেল প্রকল্পের ৭ নম্বর সুড়ঙ্গে ভূমিধস। এদিকে সোমবার রাতের বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে একাধিক পাহাড়ি ছোট নদী। জলবন্দি হয়েছে ফুলবাড়ি ২ অঞ্চলের জয়নগর কলোনি, ক্রান্তি, টটগাও এবং ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা।
কয়েকদিন টানা বৃষ্টির জেরে মঙ্গলবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেবক থেকে রংপো রেলপ্রকল্পের গার্ডওয়াল। বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে একাধিক পাহাড়ি ছোট নদী। ১০ নম্বর জাতীয় সড়কে বিভিন্ন জায়গায় ধস নামছে। আগামী বুধবার পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, রংপো থেকে মুনসং-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তা কাটারার কাছে ভূমিধসে অবরুদ্ধ। নিরাপত্তার জন্য ওই সড়কের ৩০ কিলোমিটার দীর্ঘ এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘুরপথে যাতায়াত করছে গাড়ি। ফলে রাস্তায় যানজটের দেখা মিলছে। বৃষ্টির জেরে প্রতিটি ছোট নদী ফুলেফেঁপে উঠেছে। শিলিগুড়ির জোড়াপানি নদী সংলগ্ন ফুলবাড়ি-২ অঞ্চলের জয়নগর কলোনির কয়েকটি বাড়ি জলমগ্ন হয়েছে। ক্রান্তি, টটগাও এবং ময়নাগুড়ির বসতি এলাকায় জল দাঁড়িয়েছে।