Languages

ভয়ঙ্কর হড়পা বানে তলিয়ে গেল উত্তর কাশীর জনপদ, দেখুন ভিডিও

ভয়ঙ্কর হড়পা বানের কবলে উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলা। সোমবার ভোররাত থেকে হর্ষিল এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে পাহাড়ি নদীতে নামল তীব্র কাদা-পাথরের স্রোত। নদীর প্রচণ্ড ঢল জনবসতির দিকে এগিয়ে গিয়ে গ্রাস করেছে একের পর এক বাড়ি ও হোটেল। এখনও পর্যন্ত নিখোঁজ অন্তত ৬০ জন, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গোত্রীর দিক থেকে উত্তর কাশীর পথে থাকা ধরালী গ্রামই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গঙ্গোত্রীর নিকটবর্তী এই গ্রামে নদীর সঙ্গে নেমে আসা কাদা ও পাথরের স্রোত মুহূর্তে ভাসিয়ে দিয়েছে বহু বাড়িঘর। হোটেল ও দোকানপাটও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বন্যার ভয়াবহতার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে—পাহাড়ের ঢাল থেকে গড়িয়ে আসা বিশাল কাদা-পাথরের স্রোত চোখের পলকে গ্রাস করছে একাধিক বাড়ি। ভয়ঙ্কর সেই ঢল নিচের নদীতে টেনে নিয়ে যাচ্ছে যা সামনে পাচ্ছে।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই উত্তরাখণ্ডে বারবার এমন হড়পা বান ও ভূমিধসের ঘটনা ঘটছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ি অঞ্চলে এমন বিপর্যয় ক্রমশ বাড়তে চলেছে। আপাতত গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধারকাজে ইতিমধ্যেই নামানো হয়েছে এনডিআরএফ ও স্থানীয় প্রশাসনের দল।