Languages

পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন ধরে প্রাপ্য ডিএর আশায় বসে রয়েছেন সরকারিকর্মীরা। আমার সময় চাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ছিল রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলেও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা।

আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, ডিএ মামলা নিয়ে পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন রয়েছে। প্রয়োজনে প্রতিদিন শুনানি হবে। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে। এদিন সময় মতো মামলাটি বেঞ্চে ওঠার পরেই মামলাটি পিছিয়ে গিয়েছে।

মামলাটি পিছিয়ে যাওয়ার পরে মামলা পিছিয়ে যাওয়া নিয়ে এবারে প্রতিক্রিয়া দিল যৌথ সংগ্রামী মঞ্চ। সেখানকার সদস্যদের তরফে জানানো হয়েছে, সকলেই এই মামলার দিকে তাকিয়ে রয়েছে। এভাবে শুনানির দিন পিছিয়ে দিলে আন্দোলনকারীদের মনোবলে ধাক্কা খাবে। তবে তারা শীর্ষ আদালতের সিদ্ধান্তের উপরে ভরসা করেন। এমনটাও জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে।