ওয়েব ডেস্ক: কবি সুভাষ মেট্রোর পিলারে ফাটলের জন্য বন্ধ করে সংস্কার কাজ শুরু হয়েছে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো চলা করছে।এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধায় এবার শাটল বাস সার্ভিস দেবে রাজ্য পরিবহণ দফতর। কবি সুভাষ মেট্রো বন্ধ হওয়ায় যাত্রী ভোগান্তি কমাতে এবার বড় উদ্যোগ নেওয়া হল রাজ্যের তরফে। সোমবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হল শাটল বাস পরিষেবা।
কবি সুভাষ পর্যন্ত না গিয়ে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই মেট্রো ঘোরানোর তোড়জোড় শুরু করল কর্তৃপক্ষ। সূত্রের খবর, শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মেট্রো ঘোরানোর জন্য যে পরিকাঠামোর প্রয়োজন, সেটা আগে তৈরি করা হবে। তার ফলে শহিদ ক্ষুদিরামে পরিষেবা শেষ হওয়ার পরে খালি রেক নিয়ে আরও দু’কিলোমিটার গিয়ে কবি সুভাষ থেকে মেট্রো ঘোরাতে হবে না।
যতদিন কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো ঘোরানো হবে, ততদিন সেখানে সংস্কারের কাজে বিলম্ব হবে। কারণ মেট্রোর সিগন্যাল ও টেলিকম ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহের মতো বিষয় সচল রাখতেই হবে। এমনিতে একাধিক পিলারে সংস্কারের জন্য প্রায় ন’মাস কলকাতা মেট্রোর ব্লু লাইনের কবি সুভাষ স্টেশন বন্ধ থাকবে। সেই পরিস্থিতিতে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত শাটল বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার। সকাল ৮ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত শাটল বাস চালানো হবে। আর বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শাটল বাসের পরিষেবা দেবে রাজ্য সরকার। ৩৫ আসনের ছোট বাসের ভাড়া হবে ১০ টাকা। প্রতি ২০ মিনিট অন্তর ছাড়বে বাস, আপাতত মোট ৩টি বাস দিয়ে এই পরিষেবা দেওয়া হবে।