Languages

আরজিকর কাণ্ডের এক বছর, নবান্ন অভিযানের ডাক দিলেন নির্যাতিতার বাবা মা

ওয়েব ডেস্ক: আরজি কর কাণ্ডের এক বছর, আগামী ৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিলেন তিলোত্তমার মা-বাবা। কলকাতা পুলিশও সিবিআই তদন্তে বিচার মেলেনি। এই দাবিতেই আগামী শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে নির্যাতিতার পরিবার। আর নবান্ন অভিযান যোগ দেওয়ার জন্য তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ নির্যাতিতার মা-বাবার।

জানা যাচ্ছে, এর আগে তিলোত্তমার মা-বাবা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে মহম্মদ সেলিম ও পরবর্তীতে বিধান ভবনে গিয়ে কংগ্রেসকে আমন্ত্রণ জানায়। এরপর গতকাল অর্থাৎ শনিবার তাঁরা বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। পরবর্তীতে SUCI-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের সঙ্গেও দেখা করেন। এমনকী সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গেও দেখা করেছেন। বিরোধী দলনেতা ইতিমধ্যেই জানিয়েছেন, বাকি দলগুলি আসুক বা না আসুক, তিনি নিজের মত হাঁটবেন। তবে এই গোটা প্রক্রিয়ায় যেহেতু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা ভূমিকা রয়েছে, তাই বাকি রাজনৈতিক দলগুলির আদৌ ৯ তারিখের নবান্ন অভিযানে আসে কি না তা নিয়ে জল্পনা থাকবে।