Languages

ছোট পর্দায় জুটি বাঁধছেন বিক্রম-ঐন্দ্রিলা! এবার নতুন ভূমিকায়

ওয়েব ডেস্ক: ছোট পর্দায় জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং ইন্দ্রিলা সেন। এবার এই দুই বন্ধুর যদি আবারও দেখা যাবে ছোট পর্দায়। কোন ধারাবাহিকে অভিনয় করবেন তাঁরা না। তবে এবার তাঁদের দেখা যাবে একেবারে নতুন ভূমিকায়। একটি নতুন রিয়ালিটি শোয়ে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ঐন্দ্রিলা এবং বিক্রম। অনুষ্ঠানটির নাম ‘১০ দিনে ১০ লাখ’।

ছোট পর্দায় নতুন রিয়ালিটি শোয়ের মঞ্চে দেখা যাবে বিক্রম-ঐন্দ্রিলাকে।এই অনুষ্ঠানটি সঞ্চালনার ভূমিকাতেই দেখা যাবে এই দুই তারকাকে। জি- এর নতুন চ্যানেল জি বাংলা সোনার চ্যানেলে সম্প্রচারিত হবে এই নতুন অনুষ্ঠানটি। জি বাংলা সিনেমা অফিসিয়ালের তরফ থেকে যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী বাড়িতে বসে টিভি দেখছেন, তখনই টিভির পর্দায় আসেন ঐন্দ্রিলা এবং বিক্রম। প্রতিদিনের একঘেয়েমি কাটাতে তাঁরা নিয়ে আসেন নতুন একটি রিয়ালিটি শো। এই অনুষ্ঠানে দম্পতিদের একসঙ্গে ১০ দিন খেলতে হবে। হাড্ডাহাড্ডি লড়াই করে জেতার পরেই পাবেন ১০ লাখ টাকা।