কয়েক মাস আগেও রোহিত শর্মা ছিলেন ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসা। কিন্তু ৭ মে আচমকা লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। সিদ্ধান্তটি ঘিরে কম বিতর্ক হয়নি। অনেকে প্রশ্ন তুলেছিলেন, কেন ইংল্যান্ড সফরের আগে এমন ঘোষণা? তার আগে তাঁর ফর্মও ছিল সমালোচনার কেন্দ্রবিন্দুতে। তবুও রোহিত জানিয়েছিলেন, সুযোগ পেলে ইংল্যান্ড সফরে খেলতে চেয়েছিলেন।
সব বিতর্ক পিছনে ফেলে এবার ওভালের দর্শকাসনে দেখা গেল ‘হিটম্যান’-কে। তৃতীয় দিনে হঠাৎই হাজির হন তিনি। পরনে নীল শার্ট, নীল জিনস, মাথায় টুপি আর চোখে সানগ্লাস। ছদ্মবেশের চেষ্টা করলেও স্টেডিয়ামে ঢুকতেই ভক্তদের চোখ এড়িয়ে যাননি প্রাক্তন টেস্ট অধিনায়ক। ভিড় করে তাঁকে ঘিরে ধরে দর্শকরা, সেলফি ও অটোগ্রাফের অনুরোধও আসে ঝড়ের গতিতে। শেষমেশ সব সামলে তিনি পৌঁছন দর্শকাসনে।
স্ট্যান্ডে বসে নিজের মতো করে খেলা উপভোগ করছিলেন রোহিত। কিন্তু একবার ক্যামেরায় ধরা পড়তেই ভারতীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ। অনেকের কাছেই এই দৃশ্য ২০২১ সালের ওভাল টেস্টের স্মৃতি ফিরিয়ে আনে। সেই ম্যাচেই রোহিত করেছিলেন তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস—দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ১২৭ রান। সেই সেঞ্চুরির সৌজন্যে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ১৫৭ রানে জয় পায় এবং সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়।
যাই হোক, স্টেডিয়ামে রোহিতের উপস্থিতি ভারতীয় শিবিরে নিঃসন্দেহে বাড়তি প্রেরণা জোগাবে। লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও, দেশের জন্য লড়াই করা সতীর্থদের পাশে দাঁড়াতে ভোলেননি ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’।
#WATCH | United Kingdom | Indian Cricketer Rohit Sharma arrives at The Oval in London for #INDvsEND Fifth Test Day 3 match. pic.twitter.com/rM6MXMsazd
— ANI (@ANI) August 2, 2025