ওয়েব ডেস্ক: দেশের মানুষকে দেশীয় চিন্তা গ্রহণ এবং দেশীয় অন্যকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, দেশের প্রকৃত সেবা করতে চাইলে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশের পণ্যের ওপর জোর দিতে হবে।
বারানসি থেকে একটি জনসভায় মোদি নতুন করে ভোকাল ফল লোকালের ওপর জোর দিয়েছেন। ভারত সহ বিশ্বের একাধিক দেশের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসিয়েছে আমেরিকা। এই অতিরিক্ত শুল্ক বসানোর পর দেশীয় পণ্যের ওপর জোর দেওয়ার কথা নতুন করে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউস থেকে ট্রাম্প জানিয়েছেন, ভারত থেকে আমদানি হবার সমস্ত পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক বসানো হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের পরিস্থিতির দিকে নজর দিতে হবে। আমরা অর্থনৈতিক অগ্রগতির কথা বলছি। বিশ্ব অর্থনীতি অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। এইসময়ে একাধিক দেশ কেবল তাদের নিজস্ব স্বার্থের দিকে মনোনিবেশ করছে।
ভালো তো বিশ্বে তৃতীয় অর্থনীতির হওয়ার পথে এগোচ্ছে। তাই নিজস্ব অর্থনীতির বিষয়ে নজর দিতে হবে। কৃষক, ক্ষুদ্র শিল্প এবং যুবকদের কর্মসংস্থানের দিকে নজর রয়েছে সরকারের। পাশাপাশি দেশের নাগরিকদেরও এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। এদিন তিনি জোর দিয়ে বলেছেন,ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে চান। তবে এর জন্য প্রতিটি দল, নেতা এবং নাগরিককে অবশ্যই আদিবাসী পণ্যের প্রচারের জন্য কাজ করতে হবে।
ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, দোকান এবং বাজার থেকে কেবল স্বদেশী পণ্য বিক্রি করার অঙ্গীকার করতে হবে। ভারতে তৈরি পণ্যের প্রচার করাই হবে দেশের জন্য সত্যিকারের সেবা।