ওয়েব ডেস্ক: কাশ্মীরে চলছে ‘অপারেশন আখাল’। কুলগাম জেলায় ‘অপারেশন আখাল’ চলাকালীন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত হয়েছে। ওই এলাকায় এখনও অভিযান চলছে। ওই এলাকায় রাতভর তীব্র গোলাগুলি চলেছে। জওয়ানরা জঙ্গিদের গোলার পাল্টা জবাব দেন। ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানায়, আরও জঙ্গির খোঁজে তল্লাশি জারি আছে।
শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও হামলার ৩ জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। ‘অপারেশন মহাদেব’ চলাকালীন সুলেমান, আফগান এবং জিবরান নামে তিন জঙ্গিকে নিকেশ করা হয়। পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় এই তিনজনই যুক্ত ছিল। এই অপারেশনের ৫ পর ফের জঙ্গি দমনে সক্রিয় হল ভারতীয় সেনা। তাদের তরফে জানানো হয়, গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে, জঙ্গলে ঘেরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতেই শুক্রবার থেকে শুরু হয় অপারেশন আখাল। সেনার তল্লাশি খবর পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় সেনাও। তার জেরেই মৃত্যু হয় এক জঙ্গির। তবে এখনও কুলগামের এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে সেনা। বেশ কয়েকজন জঙ্গি ওই অঞ্চলে লুকিয়ে রয়েছে বলেই খবর।