ওয়েব ডেস্ক: সিনেমাকে এখন প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন কিছু পরিচালক। ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত পরিচালক সুদীপ্ত সেনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন অনেকেই। ২০২৩ সালে সন্ত্রাসবাদের গল্প নিয়ে মুক্তি পেয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’।ধর্মান্তরণ থেকে সন্ত্রাসবাদ-সহ নানা সমালোচনা ছিল এই ছবিকে নিয়ে। ৭১ তম জাতীয় পুরস্কারে সেরা পরিচালনার খেতাব জিতেছে এই ছবি। তার পরই গর্জে উঠেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। এই ছবির সাফল্যকে কেরালাবাসীর জন্য ‘চূড়ান্ত অবমাননাকর’ বলেই উল্লেখ করেছেন।
ছবিতে বেশ কয়েকজন তরুণীদের দেখানো হয়েছিল যারা প্রেমের জালে ফেঁসে, মুসলিম ধর্ম গ্রহণ করেছিল। পরবর্তীকালে তারা বেছে নেয় জঙ্গি জীবন। ছবিটি মুক্তির পর গল্পের বিষয়বস্তু নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছিলেন। এবার সেরা পরিচালনার জন্য ছবিটি জিতে নিয়েছে জাতীয় পুরস্কার। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘এই সিনেমাটি খুব স্পষ্ট ভাবে কেরালার ভাবমূর্তি নষ্ট করেছে। এই রাজ্যে শিক্ষার আলো যথেষ্ট পর্যাপ্ত।’ তিনি স্পষ্ট জানান, এই ধরনের ছবিকে হাতিয়ার করে সঙ্ঘ পরিবার ধর্মীয় মেরুকরণের রাজনীতি ছড়ানোর চেষ্টা করে। জুরি এই ধরনের ছবিকে পুরস্কৃত করে কেরলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং সাম্প্রদায়িক শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে।