Languages

বেটিং অ্যাপ নিষিদ্ধ করার আবেদনে রাজ্যগুলিকে নোটিস সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক: বেটিং অ্যাপগুলিতে আসক্ত হয়ে পড়ছে যুবসমাজ। ঋণে বোঝায় সর্বস্বান্ত হয়ে অবসাদে আত্মহত্যার ঘটনা ঘটছে। এই তথ্য তুলে ধরে অনলাইন ও অফলাইন বেটিং অ্যাপসগুলির উপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। ওই বেটিং অ্যাপসগুলির প্রচার না করেন, তার জন্যও আবেদন জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাজ্যগুলিকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট।

কেএ পল নামে এক ধর্মপ্রচারক সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটি করেন। নিজের আবেদনে তিনি বলেন, “আমি লক্ষ লক্ষ বাবা-মায়ের হয়ে এই আবেদন জানাচ্ছি, গত কয়েকবছরে যাঁরা সন্তানকে হারিয়েছেন। খুবই দুর্ভাগ্যজনক যে তারকা এই বেটিং অ্যাপের প্রচার করছেন। তার ফলে যুবসমাজ এই অ্যাপগুলির প্রতি আসক্ত হয়ে পড়ছে।” এই অ্যাপগুলি নিষিদ্ধ কিংবা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানান তিনি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যগুলিকে নিজেদের বক্তব্য জানাতে নোটিস পাঠাল শীর্ষ আদালত। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ইডি, গুগল ইন্ডিয়া, ট্রাই, অ্যাপল ইন্ডিয়া, ড্রিম ১১ ফ্যান্টাসি, মোবাইল প্রিমিয়াম লীগ, এ২৩ গেমস-সহ অন্যদেরও নোটিস পাঠাল।