Languages

ভারতে এসে ধোনি, কোহলিদের বিরুদ্ধে ব্যাট ধরবেন মেসি! শুরু জল্পনা

ভারতের ফুটবলপ্রেমীদের অপেক্ষা করছে এক ঐতিহাসিক মুহূর্ত। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি ডিসেম্বর মাসে পা রাখবেন ভারতীয় মাটিতে। তাঁর সফরকে ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস তুঙ্গে। সেই সঙ্গে শোনা যাচ্ছে, ভারতে একটি ক্রিকেট ম্যাচও খেলবেন তিনি।

সূত্রের খবর, ১২ ডিসেম্বর মেসি প্রথমবার ভারতে পা রাখবেন। সেদিনই তিনি কলকাতায় পৌঁছে ইডেন গার্ডেন্সে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা থেকে সেদিন রাতেই মেসি উড়াল দেবেন আহমেদাবাদে। সেখানে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এরপর ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে আরও একটি চমকপ্রদ অনুষ্ঠান। শুধু তাই নয়, সেখানে হতে পারে এক ব্যতিক্রমী ম্যাচ, যেখানে ব্যাট হাতে নামতে পারেন মেসি নিজেও। সব কিছু ঠিকঠাক চললে সাত দলের একটি বিশেষ ম্যাচ আয়োজন করা হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই ম্যাচে খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, শচীন তেণ্ডুলকর ও রোহিত শর্মা।