ওয়েব ডেস্ক: গত কয়েক দিন ধরেই বৃষ্টি চলছে বাংলায়। এখনই বৃষ্টির থেকে মিলবে না রেহাই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্নাবর্ত আপাতত অবস্থান উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। মৌসুমী অক্ষরেখাও কিছুটা উপরে উঠে পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে,বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আজ শুক্রবার থেকে ৬ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম ও পুরুলিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে দু এক জায়গায়। শনিবারে বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে দু এক জায়গায়। কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদীয়া, বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমবে।
উত্তরবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
শনিবার থেকে সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই ওপরের দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার ও বুধবারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। উপরের দিকের পাঁচ জেলাতে; দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। নিচের দিকের জেলা দুই দিনাজপুরে ও ভারী বৃষ্টির আশঙ্কা।
ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জল স্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।
কলকাতা মূলত মেঘলা আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
আজ ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে বুধবার বাড়বে তাপমাত্রা; সঙ্গে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি। এইসময়ে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে কলকাতায়।
কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯৭ থেকে ৯৯ শতাংশ। বৃষ্টি হয়েছে ৫.১ মিলিমিটার।