ওয়েব ডেস্ক: বিধানসভায় আলোচনা চলছিল। কিন্তু মন্ত্রী ব্যস্ত ছিলেন নিজের মোবাইলে গেম খেলতে। ভাইরাল ভিডিওর সামনে আসতেই তৈরি হয়েছে বিতর্ক। সমালোচনায় মুখর হয়েছে বিরোধী দলগুলো। এই ঘটনার পরেই মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। মন্ত্রিত্ব হারাতে পারেন কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটে।
কি ঘটিয়েছিলেন বিধানসভার ভেতরে? কোকাটে বিধানসভার অধিবেশন চলাকালীন তার মোবাইল ফোনে রামি গেম খেলছেন। কৃষকদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতেও শোনা গিয়েছে তাকে। এই ঘটনার জেরে মুম্বাইয়ে ক্ষমতাসীন সরকারকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে।
বিরোধীরা কোকাটের পদত্যাগের দাবি তুলেছেন। পাশাপাশি মন্ত্রিসভার সম্প্রসারণের কথাও বলেছেন তাঁরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং রাজ্য এনসিপি সভাপতি সুনীল তাতকারে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেখানে কোকাটের পদত্যাগের পরিবর্তে তাঁর মন্ত্রীত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মানিকরাও কোকাটে কৃষি মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন। তার এই দায়িত্ব তুলে দেওয়া হতে পারে, এনসিপি নেতা মকরন্দ পাতিল অথবা দত্তাত্রয় ভার্নের হাতে। ভার্ন বর্তমানে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্বে আছেন, আর পাতিল ত্রাণ ও পুনর্বাসন বিভাগের দায়িত্বে আছেন। কোকাতেকে এই দুটি বিভাগের যেকোনো একটিতে দায়িত্ব দেওয়া হবে বলে জানা যাচ্ছে।