Languages

৭ দিনের জন্য শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ওয়েব ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ২৫% শুল্ক আরোপ ৭ দিনের জন্য স্থগিত করেছেন। এখন এটি ৭অগাস্ট থেকে কার্যকর হবে। ট্রাম্প একাধিক দেশের উপর নতুন শুল্ক আরোপের একটি তালিকাও প্রকাশ করেছেন। এর মধ্যে ভারতের উপর ২৫%, পাকিস্তানের উপর ১৯% এবং কানাডার উপর ৩৫% শুল্ক আরোপ করা হয়েছে। সূত্রের খবর, বাণিজ্য চুক্তি নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে এই মাসে একটি বৈঠক হতে চলেছে। এই বৈঠক ভারতেই অনুষ্ঠিত হবে।

বিগত কয়েক মাস ধরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই শুল্ক নিয়ে দর কষাকষি চলছিল। কত শুল্ক চাপানো হবে সেই নিয়ে সুরুজ হয়েছিল জল্পনা। তারপরেই ২৫ শতাংশ শুল্ক চাপানো কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প।রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনলে ভারতের ওপর বাড়তি জরিমানার কথাও বলেছেন।