Languages

দুর্গাপুজোয় এক-লহমায় ২৫ হাজার বাড়ল অনুদান!

ওয়েবডেস্ক: আসন্ন দুর্গাপুজোয় এক লক্ষ দশ হাজার টাকা অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে পুজো কমিটি গুলোর সঙ্গে বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। এই বৈঠক থেকেই অনুদানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন গত বছর ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার সেটা বাড়িয়ে করা হলো এক লক্ষ দশ হাজার টাকা। সরকারের থেকে প্রত্যেকটি পুজো কমিটি পাবে এই টাকা।

এক ধাক্কায় পঁচিশ হাজার টাকা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২২ এ ছিল ৬০ হাজার। ২০২৩ সালে ছিল ৭০ হাজার টাকা। ২০২৪ সালে সেটা ছিল ৮৫ হাজার টাকা। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে এক লাফে ২৫ হাজার টাকা অনুদান বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটি গুলোকে বিদ্যুতের খরচ হিসেবে ৮০ শতাংশ ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পূজো কমিটি গুলোকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। এখানে তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন। পাশাপাশি নারী নিরাপত্তার দিকে কড়া নজর দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। পুজোর সময় যাতে কারো কোন সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই বঙ্গে সাংস্কৃতিক আবহাওয়া তৈরি করেছেন। পুজোর সময় এক ভিন্ন বাংলাকে দেখতে পায় মানুষ। এবারও সেই ধারা বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। এমনি তো আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই ভোট ব্যাঙ্ক যাতে পূর্ণ থাকে তার জন্য অনুদানের মাত্রা বাড়িয়ে দিয়েছেন তিনি।