Languages

বঙ্গে কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে, জানাল হাওয়া অফিস

ওয়েব ডেস্ক: একটানা বৃষ্টি চলছে রাজ্যের বিভিন্ন জেলায়। বুধবার রাত থেকেই নাগাড়ে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালেও আকাশের চেহারা পাল্টায়নি। হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী এক সপ্তাহ ধরে কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে ৬ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি। কমবে বৃষ্টির পরিমাণ। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি কমলেই বৃষ্টি না হলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাড়তে পারে কলকাতার তাপমাত্রা।

শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদহ। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।