Languages

WCL-এর সেমিফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

পহেলগাঁও কাণ্ডের পর থেকে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তীব্র বিতর্ক চলছে। গ্রুপ পর্বে দুই দেশের ম্যাচ বাতিল হয়েছিল, এবার সেমিফাইনাল নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ফরম্যাট অনুযায়ী, গ্রুপে প্রথম স্থানে থাকা পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা চতুর্থ স্থানে শেষ করা ভারতের। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতির সুর শোনা যাচ্ছে। পাশাপাশি, ভারতের অন্যতম স্পনসরকারী ভ্রমণ সংস্থা তাদের সমর্থন প্রত্যাহার করেছে। সংস্থার মালিক নিশান্ত পিট্টি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “সন্ত্রাস এবং ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই। আমরা ভারতীয় দলের পাশে আছি, কিন্তু নীতিগত কারণে পাকিস্তানের কোনও ম্যাচে আমাদের নাম থাকবে না।”

এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও একই সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি। সেই ম্যাচ বাতিল হওয়ার পর পয়েন্ট ভাগাভাগি নিয়েও নাটক হয়। ভারত এক পয়েন্টে সন্তুষ্ট থাকলেও পাকিস্তান আপত্তি জানিয়েছিল। আয়োজকেরা অবশ্য শেষ পর্যন্ত দুই দলকেই এক পয়েন্ট করে দেন।