Languages

ব্রাহ্মণ পরিচয়ে বিয়ে, বাড়ি পৌঁছে ‘ইনশা আল্লাহ’, টাকা নিয়ে চম্পট

ওয়েব ডেস্ক: নিজেকে ব্রাহ্মণ কন্যা পরিচয় দিয়ে বিবাহ করেছিল এক তরুণী। বাড়িতে পাঁচ বছরের সন্তান থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত বলেই পরিচয় দিয়েছিল অভিযুক্ত। বিয়ের পর শ্বশুরবাড়ি পৌঁছেই তার মুখে ‘ইয়ে আল্লা’, ‘আল্লাহ কি কসম’ শুনে সন্দেহ হয় শ্বশুরবাড়ির সদস্যদের। পরে প্রকাশ্যে আসে আসল ঘটনা। ওই তরুণী সংখ্যালঘু সম্প্রদায়ের। পাশাপাশি তিনি বিবাহিত।

অভিযোগ, কিছুদিন পর শ্বশুর বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে ওই তরুণী। এর পরেই থানায় অভিযোগ দায়ের করেছে প্রতারিত পরিবার।

জানা গিয়েছে, ইন্দোরের গান্ধী নগর থানা এলাকার হিঙ্গোনিয়া খুর্দ গ্রামের এক যুবকের পরিবারের সদস্যরা তার বিয়ের জন্য মেয়ে খুঁজছিলেন। ওই যুবকের ভাই মুকেশ এক ব্যক্তির মাধ্যমে একটি মেয়ের খোঁজ পায়। ২০ হাজার টাকার বিনিময়ে তারা দেখা করার কথাও ঠিক হয়।

এরপর বিয়ের তারিখ ঠিক হয় ২৬ ফেব্রুয়ারি ২০২৪। যুবকের পরিবার বিয়ের জন্য সকল প্রস্তুতি করে রাখলেও শেষ মুহূর্তে এসে বিয়ে বাতিল হয়ে যায়। ইন্দোরে আসার সময় দুর্ঘটনায় পড়েছেন হবু কনে। এরপরে আরো দুটি মেয়ের খবর আসে ওই পরিবারের কাছে। একটি মেয়েকে দেখিয়ে ব্রাহ্মণ বলে জানানো হয়। সেই সময় তার নাম বলা হয় নিকিতা। বিয়ের কিছুদিন পর দৈনন্দিন কথাবার্তায় নববধূর মুখে আল্লাহ কসম, ইয়া আল্লাহ শুনে সন্দেহ হয় ওই পরিবারের। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সামনে আসে আসল ঘটনা। জানা যায় সে আসলে মুসলিম তার নাম নাজিয়া।

এরপরেই ওই পরিবারের কাছে ফোন আসে এক ব্যক্তির। সেই সময় জানা যায় নাজিয়া বিবাহিত এবং তার বাড়িতে এক সন্তানও রয়েছে। বিষয়টি সামনে আসার পরেই বেশ কয়েক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় নাজিয়া। প্রতারিত পরিবারটিকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এর পরেই থানায় দ্বারস্ত হয় ওই পরিবার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।