ওয়েব ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিল মেট্রোরেল। বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনে একাধিক স্তম্ভে ফাটল দেখা দিয়েছে। যে কারণে কবি সুভাষ থেকে আপাতত মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। জানা গিয়েছিল, ব্লু লাইনে কিছু সমস্যার কারণে এই পরিষেবা বন্ধ করা হয়েছিল। তবে আসল কারণ কী? তা জানা যাচ্ছিল না। তবে এ নিয়ে এবার মুখ খুলল মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে, পিলারে ফাটলের কারণে অপাতত কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে কোনও মেট্রো চলাচল করবে না। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে এই পরিষেবা। যার ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। তবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে।
জানা গিয়েছে, ভারী বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল ধরেছে। যার ফলে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পরিষেবা বন্ধ রয়েছে। জানা যাচ্ছে, এই ফাটলের কারণে অনির্দিষ্ট কালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশেনে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মোট্রোরেল কর্তৃপক্ষ। তবে কতদিনে ফাটল মেরামতি করে আবার নতুন করে পরিষেবা শুরু হবে, তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।
মেট্রো সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনে সমস্যা দেখা যাচ্ছিল। প্রাথমিকভাবে মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল পুজোর পর এই কাজে হাত দেওয়া যাবে। গত সপ্তাহে লাগাতার বৃষ্টিতে বদলায় পরিস্থিতি। গঠনগত কারণে একের পর এক পিলারে ফাটল দেখা যায়। বসে গিয়ে প্ল্যাটফর্মের বেশ কিছু অংশ। প্ল্যাটফর্ম ব্যবহার করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তার কারণেই তারা কবি সুভাষ মেট্রো স্টেশেনে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অফিস যাত্রীদের যাতায়াতের জন্য মেট্রো হল অন্যতম বিকল্প। কম খরচে অতি দ্রুত একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করা যায়। কিন্তু সেই মেট্রোতেই বিপত্তি।
চলতি বছরের জুন-জুলাই মাসে দফায় দফায় কলকাতায় ভারী বৃষ্টিপাত হয়েছে। রাস্তার পাশাপাশি মেট্রো লাইনেও জমে গিয়েছিল জল। গত ৩০ জুন ভারী বৃষ্টির কারণে সেন্ট্রাল ও চাঁদনি চক মেট্রো স্টেশনের মাঝে ট্র্যাকে জল ঢুকে পড়েছিল। যার কারণে বন্ধ রাখা হয়েছিল পরিষেবা। এবার সেই বৃষ্টির কারণে ফাটল ধরল কবি সুভাষ মেট্রো স্টেশেনের পিলারে। এর জেরেই বন্ধ হল পরিষেবা।