ওয়েব ডেস্ক: রথের দড়িতে টান পড়া মানেই দুর্গাপুজো এগিয়ে আসা। শুরু হয়ে যায় পুজোর কাউনডাউন্ড। তারপর আসে মহালয়া। আর মহালয়া মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে উদার্ত মহিষাসুরমর্দিনী। যা বাঙালির কাছে আবেগ। বর্তমানে টেলিভিশনের পর্দায় ‘মহিষাসুরমর্দিনী’ সম্প্রচার হয়। এই অনুষ্ঠান কোন অভিনেত্রীকে দুর্গা রূপে দেখা যাবে তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে সকলেই। এবছর মহালয়াতে কার দেখা মিলবে? তা নিয়ে আগ্রহ তুঙ্গে। ইতিমধ্যেই চ্যানেলগুলির তরফে শুরু হয়ে গিয়েছে মহালয়ার শুটিং। কোয়েল মল্লিকও সম্প্রতি শুটিংয়ের মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। তবে কোন চ্যানেলের জন্য দুর্গারূপে ধরা দেবেন তিনি? সেটা তখনও ফাঁস করেননি।
এবার ‘মহিষাসুরমর্দিনী’র প্রোমো-সহ চমক দিলেন টলিউড ক্যুইন। প্রোমোর শুরুতেই দেখা গিয়েছে একটা রুক্ষ-শুষ্ক ভূমির উপর নূপুর পরা আলতা রাঙা দেবীর চরণ। দেবীর চরণ স্পর্শে সেই শুকনো মাটি হয়ে ওঠে সুজলা সুফলা শষ্য শ্যামলা।আবহ থেকে একটি কন্ঠে শোনা যায়, ‘মা আসছেন গজে, নিয়ে আসছেন শান্তির আশীর্বাদ।’এরপরই দেবী রূপে দেখা মেলে কোয়েলের। পরনে হলুদ বেনাসরি, গা ভর্তি ভারী গয়না, হাতে শাঁখা-পলা, বালা, কপাল ভর্তি সিঁদুর, মাথায় মুকুট, মুখ জুড়ে এক স্নিগ্ধ, শীতল ছায়া। আশীর্বাদের ভঙ্গিতে দাঁড়িয়ে তিনি। এরপর দেবীর আর এক রূপে ধরা দেন হিয়া। শুভ্রবসন, গলায় শ্বেত পদ্মের মালা, হাতেও শ্বেত পদ্ম। তারপর পর্দায় দেবী ‘অন্নপূর্ণা’ রূপে নজর কাড়েন তৃণা। আর সেখানেই শিব রূপে ইন্দ্রজিতের দেখা মেলে।