ওয়েব ডেস্ক: গত মাসে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা। গভীর রাতে এই তিনটি পারমাণবিক কেন্দ্রকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। এবার আমেরিকার পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যদি ওই তিন পারমাণবিক কেন্দ্রকে পুনরায় চালু করার চেষ্টা করা হয়, তাহলে ফের হামলা চালাবে মার্কিন সেনা।
মার্কিন প্রেসিডেন্ট এদিন স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজে এই হামলার নির্দেশ দেবেন। স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে টার্নবেরি গলফ রিসোর্টে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি।
বহুদিন ধরে অভিযোগ উঠছে, ইরান অনেকদিন ধরেই পরমাণু অস্ত্র তৈরি করছে। তবে এই অভিযোগ বারবার অস্বীকার করেছে তেহেরান। গত মাসে ইজরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলার পরও লুকিয়ে লুকিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি চালিয়ে গিয়েছে তেহরান। সাংবাদিক সম্মেলন করে ট্রাম্প জানিয়েছেন, যদি কোনোভাবে ইরান পরমাণু তৈরির কাজ করে, তাহলে সেগুলোকে ফের ধ্বংস করে দেওয়া হবে।