ওয়েব ডেস্ক: গাজা উপত্যকাকে রীতিমত শ্মশানে পরিণত করেছে ইজরায়েল। গাধার উপর ক্রমাগত হামলা চালিয়ে কোন ঠাসা করে রাখা হচ্ছে। পর্যাপ্ত সময়ে ত্রাণ না পৌঁছানো সেখানে বহু মানুষের মৃত্যু হচ্ছে। শুধু তাই নয় অপুষ্টি ও অনাহারে ভুগছেন বহু মানুষ। এর ফলে আগামীতে আরও বড় সমস্যা দেখা দিতে পারে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন সেনেটার লিন্ডসে গ্রাহাম।
তিনি বলেছেন, গাজা উপত্যকায় পুরোপুরি নিজেদের কর্তৃত্ব কায়েম করতে দখল করার চেষ্টায় রয়েছে ইজরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যেমন টোকিও ও বার্লিন দখল করেছিল, ঠিক একই পদ্ধতিতে ইজরায়েলও গাজায় কর্তৃত্ব কায়েম করতে যাচ্ছে।
ইজরায়েল বিশ্বাস করে, হামাসের বিরুদ্ধে যুদ্ধ জয় করতে চাইলে, গাজার ওপর কর্তৃত্ব কায়েম করাই একমাত্র বড় উপায়। ইজরায়েলের নিরাপত্তাকে নিশ্চিত করতে চাইলে এই একটাই পথ খোলা আছে। হামাসের সঙ্গে কোন সমঝোতার মাধ্যমে এই যুদ্ধে অবসান হওয়া সম্ভব নয় বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বন্দীদের হামাস মুক্তি দিলে, হামাস যোদ্ধাদের জন্য নিরাপদ পথ খুলে দিতে পারে ইজরায়েল।