Languages

পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারের ইস্যুতে ফের সরব হলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে যাঁদের উপর অত্যাচার হয়েছে, তাঁদের বাংলায় ফিরে আসতে বললেন তিনি। বোলপুরের সভায় মমতা বললেন, ‘যে রাজ্যে ভালোবাসা নেই, সেখান থেকে বাংলায় ফিরে আসুন। বাঙালি পরিযায়ী শ্রমিকদের আমরা ট্রেনে করে ফিরিয়ে আনব। স্বাস্থ্যসাথী সহ সব সুবিধা দেওয়া হবে। কাজ দেওয়া হবে। সন্তানদের স্কুলে ভর্তি করানো হবে।’

যাকে-তাকে রোহিঙ্গা বলে বাংলাদেশে পাঠানো হচ্ছে। দিল্লি, রাজস্থান, ওড়িশায় হেনস্তা করা হচ্ছে বাঙালিদের। দিল্লিতে বাঙালি কলোনীতে গিয়ে হুমকি দেওয়া হয়। এক মাসের মধ্যে বাড়ি ছাড়তে হুমকি দেওয়া হয়। দিল্লিতে পরিযায়ী শ্রমিকের পরিবারকে থানায় রেখে হেনস্তা। যাকে তাকে রোহিঙ্গা বলে বাংলাদেশে পাঠানো হচ্ছে। সব বৈধ-নথি থাকা সত্ত্বেও অত্যাচার চালানো হচ্ছে তাঁদের ওপর।বিভেদ নয়,ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে তিনি বলেন,শান্তিনিকেতন থেকে শুরু, জেলায় জেলায় ভাষা আন্দোলন। কবিগুরুর রাঙ্গামাটি সকলের প্রিয় তাই এখান থেকেই শুরু ভাষা আন্দোলন। তাঁর মুখে এদিন উঠে এসেছে নেতাজি, গান্ধিজি থেকে রবিঠাকুর, নজরুলের কথা।