Languages

সেজে উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, দেখুন

ওয়েব ডেস্ক: বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল। রবিবার থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার বীরভূমের বোলপুরে এমনই এক প্রতিবাদে সামিল হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও বঙ্গভাষীদের সুরক্ষার দাবিতে রাস্তায় নামবে তৃণমূল। সোমবার বোলপুরে ভাষা আন্দোলনের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য বোলপুর থেকেই বাংলা ভাষার উপর অন্যায়-অবিচারের বিরুদ্ধে সুর চড়াবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের মিছিলে দুপুর ৩টে নাগাদ যোগ দেবেন। পদযাত্রার শুরুতেই থাকছে বাংলা বইয়ের আদলে তৈরি ট্যাবলো। এই ট্যাবলোর মাঝে থাকবে সাদা পায়রার মূর্তি।

এই ট্যাবলোর উপরের দিকে বাংলা ভাষাকে নিয়ে একাধিক স্লোগান লেখা থাকবে। শুধু তাই নয়, চারিদিকে থাকবে মনীষীদের কাট আউট। রাস্তায় থাকছে ১২টি জায়ান্ট স্ক্রিন ও ২৮টি অস্থায়ী তোরণ। এই মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হাঁটবেন, তেমন হাঁটবে হরিনাম দল, মতুয়া সম্প্রদায়ের মানুষ, আদিবাসী, খেলোয়াড়, ছৌ শিল্পী ও এলাকার বিশিষ্টরা।