Languages

আয়ুষ্মান ভারত প্রকল্পে বিপুল বকেয়া! নতুন সংকট দেশের হাসপাতালে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে নতুন করে প্রশ্ন উঠল। দেশের সমস্ত নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দাবি নিয়ে ২০১৮ সালে শুরু হয়েছিল এই প্রকল্প। কিন্তু ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, প্রকল্পে বর্তমানে বকেয়ার পরিমাণ ১.২১ লক্ষ কোটি টাকা!

আইএমএর অভিযোগ, প্রকল্পের নিয়ম অনুযায়ী চিকিৎসার খরচ ১৫ দিনের মধ্যে হাসপাতালগুলিকে মেটানোর কথা থাকলেও, বাস্তবে মাত্র ৫ শতাংশ ক্ষেত্রে সময়মতো টাকা দেওয়া হচ্ছে। বাকি ক্ষেত্রে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। এখনও পর্যন্ত ৬৭ লক্ষ রোগীর চিকিৎসা খরচ মেটানো হয়নি বলে দাবি সংগঠনের।

অবস্থা এমন যে, বেসরকারি হাসপাতালগুলি এই প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। একদিকে চিকিৎসার জন্য নির্ধারিত পরিমাণ বাজারদরের তুলনায় অনেক কম, অন্যদিকে সেই অল্প টাকাটুকু পেতেও দেরি করছে কেন্দ্র। ফলত, প্রতিবছর প্রকল্পে নথিভুক্ত হাসপাতালের সংখ্যা কমে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

উল্লেখযোগ্যভাবে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্পকে অনুসরণ করেই আয়ুষ্মান ভারত চালু করা হয়েছিল। স্বাস্থ্যসাথীতে বিশেষ সুবিধাভোগী সরকারি কর্মচারী ছাড়া প্রায় সবাই পরিষেবা পান। কিন্তু আয়ুষ্মানে রয়েছে কঠোর শর্ত, যা বহু গরিব মানুষকে এই সুবিধা থেকে বঞ্চিত করছে।

আইএমএর অভিযোগ, সরকারের গাফিলতিই এই প্রকল্পকে ধীরে ধীরে অচল করে দিচ্ছে। যদি পরিস্থিতি না বদলায়, তবে ভবিষ্যতে প্রকল্পের কার্যকারিতা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হবে।