Languages

১ আগস্ট থেকে বদলাচ্ছে UPI নিয়ম! জেনে নিন কী কী পরিবর্তন আসছে

ভারতে ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। এর অন্যতম প্রধান মাধ্যম হল UPI, যার মাধ্যমে মোবাইল থেকে মুহূর্তে টাকা লেনদেন সম্ভব। কিন্তু, অতিরিক্ত সার্ভার চাপ ও বারবার পরিষেবা ব্যাহত হওয়ার সমস্যার সমাধানে নতুন পদক্ষেপ নিল NPCI।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ আগস্ট ২০২৫ থেকে একাধিক নতুন নিয়ম কার্যকর করা হবে, যা UPI লেনদেনকে আরও কার্যকর ও ঝামেলামুক্ত করবে। চলতি বছরের এপ্রিল-মে মাসে API ট্র্যাফিক বেড়ে যাওয়ায় বহু ব্যবহারকারী সমস্যায় পড়েছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এই নতুন গাইডলাইন।

নতুন নিয়মগুলি কী কী?

  • ব্যালেন্স চেকের সীমা – প্রতিটি UPI অ্যাপে (যেমন PhonePe, Google Pay, Paytm) দিনে সর্বাধিক ৫০ বার ব্যালেন্স চেক করা যাবে। একাধিক অ্যাপ ব্যবহার করলে, প্রত্যেকটিতে আলাদা করে ৫০ বার চেক করা সম্ভব হবে।
  • লিঙ্কড অ্যাকাউন্ট যাচাইয়ের সীমা – কোনও মোবাইল নম্বরের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত আছে, তা দিনে সর্বাধিক ২৫ বার পর্যন্ত চেক করা যাবে।
  • রেকারিং পেমেন্টে সময়সূচি পরিবর্তন – বিমা প্রিমিয়াম, SIP, OTT সাবস্ক্রিপশনের মতো অটোপে বা রেকারিং পেমেন্ট এখন থেকে শুধুমাত্র নন-পিক আওয়ারে সম্পন্ন হবে। এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে – সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে এবং রাত ৯:৩০টার পর।
  • পেমেন্ট স্ট্যাটাস চেকের সীমা – কোনও পেমেন্ট আটকে গেলে বা দেরি হলে ব্যবহারকারী সর্বাধিক ৩ বার স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রতিবার চেকের মধ্যে অন্তত ৯০ সেকেন্ডের ব্যবধান রাখতে হবে।