Languages

‘ইউনুসের জামানায় বাংলাদেশে বিপন্ন সংখ্যালঘুরা’, বিস্ফোরক ট্রাম্প প্রশাসন

ওয়েব ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করল ট্রাম্প প্রশাসন। সেদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনা নিয়ে মহম্মদ ইউনুস সরকাররের উপর চাপ বাড়াল ডোনাল্ড প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন বলেছে, বাংলাদেশে সংখ্যালঘুর জীবন বিপন্ন। তারা স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারছেন না।

মার্কিন সংস্থাটির প্রতিনিধিরা মে মাসে বাংলাদেশ সফর করেছেন। তখন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে তাদের কথা হয়। প্রধান উপদেষ্টা তাদের আশ্বাস দেন, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে সরকার বদ্ধপরিকর। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে রিপোর্টে জানিয়েছে মার্কিন সংস্থাটি।

উল্লেখ্য, শেখ হাসিনার দেশত্যাগ ও সরকার পতনের সময় দেশে কার্যকর কোনও প্রশাসন না থাকায় ভয়াবহ সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ সময় হিন্দু সম্প্রদায়ের ওপর একাধিক হামলার খবর পাওয়া যায়।মানবাধিকার সংগঠন ‘অধিকার’ রিপোর্টে উল্লেখ করেছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সারাদেশে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন। আহত ১ হাজার ৬৭৭ জন। এ সময় ১৯ জন গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন।