রোহিত শর্মা, বিরাট কোহলির পর কি এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন জশপ্রীত বুমরাহ? ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে তাঁর খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে ফেরা সেই প্রশ্নই আরও উসকে দিয়েছে।
তৃতীয় দিনের খেলা ছিল ভারতের জন্য অত্যন্ত কষ্টকর। ইংল্যান্ডের ব্যাটাররা সারাদিন দাপট দেখিয়ে রান তুলেছেন। একের পর এক ওভার বল করেও ইংরেজ ব্যাটিংকে চাপে ফেলতে পারেননি বুমরাহ ও মহম্মদ সিরাজ। বুমরাহ ২৮ ওভার বল করলেও উইকেট এসেছে কেবল জেমি স্মিথের। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৫৪৪, লিড ১৮৬ রানের।
কিন্তু উদ্বেগের বিষয় বুমরাহর শারীরিক অবস্থা। খেলা শেষে দেখা যায়, তিনি সিঁড়ি বেয়ে উঠতেও কষ্ট পাচ্ছেন, পা ফেলতে গিয়ে মুখ বিকৃত করছেন। এই দৃশ্য দেখে অনেকেই আশঙ্কা করছেন, তাঁর শরীর হয়তো দীর্ঘ সময়ের চাপ সহ্য করতে পারছে না।
#ENGvsIND #JaspritBumrah 😭 pic.twitter.com/ljhGeIInox
— 𝐒𝐡𝐚𝐫𝐢𝐪𝐮𝐞 (@Jerseyno93) July 25, 2025
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ এই প্রসঙ্গে বলেন, “আমার ধারণা, বুমরাহকে আমরা হয়তো আর অনেক টেস্টে দেখতে পাব না। ও শরীরের সঙ্গে যুদ্ধে পারছে না। বলের গতি কমছে, ছন্দ হারাচ্ছে। যদি দেশকে জেতাতে না পারে, তাহলে নিজেই সরে দাঁড়াতে পারে। আমার মনে হচ্ছে, টেস্ট থেকে অবসরও নিতে পারে।” ওভাল টেস্টে তাঁকে খেলানো হবে কি না, সেই সিদ্ধান্ত এখনও হয়নি। কিন্তু কাইফের মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।