Languages

চলন্ত অ্যাম্বুলেন্সে গণধর্ষণ! প্রশ্নের মুখে বিহারের নারী নিরাপত্তা

গত কয়েকদিন ধরেই বারবার ধর্ষণের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ওড়িশার নারি নিরাপত্তা। আর এবার একই অভিযোগে বিদ্ধ হল বিহার প্রশাসন। কারণ, অ্যাম্বুলেন্সের মধ্যেই এবার গণধর্ষণের শিকার হলেন হোম গার্ডের জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে আসা এক অসুস্থ প্রার্থী।

বিহারের গয়া জেলায় গৃহরক্ষী নিয়োগ শিবিরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ২৬ বছরের এক মহিলা প্রার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চলন্ত অ্যাম্বুল্যান্সের মধ্যে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২৪ জুলাই, বোধগয়ার বিহার মিলিটারি পুলিশের মাঠে চলা নিয়োগ শিবিরের সময়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা শারীরিক সক্ষমতা পরীক্ষার সময় অচেতন হয়ে পড়েন। শিবির কর্তৃপক্ষ তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য ঘটনাস্থলে থাকা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে। অভিযোগ, সেই অ্যাম্বুল্যান্সের ভেতরেই একাধিক ব্যক্তি তাঁকে ধর্ষণ করে।

অচেতন অবস্থায় থাকা ওই মহিলা আংশিকভাবে ঘটনার কথা মনে করতে পেরেছেন। পরে তিনি পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জানান যে, অ্যাম্বুল্যান্সে থাকা তিন থেকে চারজন ব্যক্তি তাঁকে ধর্ষণ করে। অভিযোগের ভিত্তিতে বোধগয়া থানায় এফআইআর দায়ের হয়েছে। পুলিশ দ্রুত তদন্তে নেমে বিশেষ তদন্তকারী দল কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে। বর্তমানে তাঁরা পুলিশি হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের দাবি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে অ্যাম্বুল্যান্সের রুট ও সময়ের তথ্য মেলে গেছে।