ওয়েব ডেস্ক: চলতি বছরে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপুজো। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। এর মধ্যেই বেশিরভাগ পুজো কমিটি গুলি প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এবার শহরের বড় পুজোকমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৩১ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক হবে। পুজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেবে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিইএসসি, পরিবহণ বিভাগের শীর্ষ আধিকারিকরা।
চলতি বছর ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, পুজোর শুরু। অন্যান্য বছরের তুলনায় একটু আগেই। প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই হাতে। প্রতিবছর পুজোর আগে প্রস্তুতি বৈঠক করে থাকেন মুখ্যমন্ত্রী। পুজোয় ভিড়ের কথা মাথায় রেখে ট্রাফিক ব্যবস্থা বদল থেকে শুরু করে মণ্ডপের সুরক্ষায় দমকল বিভাগ, বিদ্যুৎ বিভাগকে বাড়তি সতর্কতা, দায়িত্বের নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে পুজো কমিটিকে সরকারি অনুদানের কথাও ঘোষণা করেন তিনি। আগামী সপ্তাহেই পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে আলোচনায় বসতে চলেছেন তিনি।
আগামী সপ্তাহেই পুজো কমিটির সঙ্গে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী
Ekhon Somoy
ওয়েব ডেস্ক: চলতি বছরে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপুজো। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। এর মধ্যেই বেশিরভাগ পুজো কমিটি গুলি প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এবার শহরের বড় পুজোকমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৩১ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক হবে। পুজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেবে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিইএসসি, পরিবহণ বিভাগের শীর্ষ আধিকারিকরা।
চলতি বছর ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, পুজোর শুরু। অন্যান্য বছরের তুলনায় একটু আগেই। প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই হাতে। প্রতিবছর পুজোর আগে প্রস্তুতি বৈঠক করে থাকেন মুখ্যমন্ত্রী। পুজোয় ভিড়ের কথা মাথায় রেখে ট্রাফিক ব্যবস্থা বদল থেকে শুরু করে মণ্ডপের সুরক্ষায় দমকল বিভাগ, বিদ্যুৎ বিভাগকে বাড়তি সতর্কতা, দায়িত্বের নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে পুজো কমিটিকে সরকারি অনুদানের কথাও ঘোষণা করেন তিনি। আগামী সপ্তাহেই পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে আলোচনায় বসতে চলেছেন তিনি।