ওয়েব ডেস্ক: অনলাইনে অশ্লীল ভিডিও প্রচারের জন্য ALTT-এর উপর কেন্দ্রের নিষেধাজ্ঞা জারি হয়েছে। এরপর শনিবার ALTT-র সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন একতা কাপুর। একটি বিবৃতি দিয়ে তিনি বলেন, তিনি এই সংস্থার সাথে যুক্ত নন।
একতা কাপুর স্পষ্ট জানিয়েছেন, তিনি বালাজি টেলিফিমস পরিচালনা করার সময়, ২০২১ সালের জুন মাসে ALTT-র পদ থেকে পদত্যাগ করেছিলেন। চলতি বছরের জুন থেকে ALTT পরিচালনা করছে বালাজি টেলিফ্লিম।
উল্লেখ, ও বন্ধু এবং অশ্লীল ছবি দেখানোর জন্য ALTT সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কেন্দ্র। বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারের এই পদক্ষেপের লক্ষ্যই হল পর্নোগ্রাফির সামগ্রিক সহজলভ্যতা দূর করা, ডিজিটাল সামগ্রী যাতে স্বাধীনতা বজায় থাকে তা নিশ্চিত করা।