Languages

ভারতের নাগরিকত্ব ছেড়েছেন ২ লক্ষের বেশি

ওয়েব ডেস্ক: ২০২৪-এ ২ লক্ষের বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছেন। জানাল বিদেশ মন্ত্রক। কিন্তু এই যে এত মানুষ যে ভারতের নাগরিকত্ব ছেড়ে দিচ্ছেন, তাঁদের সন্তানদের কী হবে? ভারতের নাগরিকত্ব আইন বলছে, কোনও ব্যক্তি ভারতের নাগরিকত্ব ছেড়ে দিলে তাঁর সঙ্গে তাঁর সন্তানেরও নাগরিকত্বও চলে যায়, যদি সেই সন্তানের বয়স ১৮ বছরের কম হয়। তবে, তার বয়স যখন ১৮ হবে, তার ১ বছরের মধ্যে পুনরায় আবেদন করলে তাকে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়।

তবে এই নাগরিকত্ব ছাড়ার সংখ্যাটা ২০২২-২৩ এর তুলনায় কম বলে জানা গিয়েছে। ২০২২ সালে নাগরিকত্ব ছেড়েছিলেন ২ লক্ষ ২৫ হাজার ৬২০ জন। ভারতের নাগরিকত্ব ছেড়ে দিলে পাসপোর্ট জমা দেওয়ার পাশাপাশি আধার কার্ড থেকে শুরু করে ভারতের সমস্ত নথি তাকে জমা করতে হয়।

২০১৯ সালে ১,৪৪,০১৭ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন।
ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করার জন্য, একজন আবেদনকারীকে www.indiancitizenshiponline.nic.in পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলা কালেক্টর (ভারতে) অথবা ভারতীয় মিশন/পোস্টে (ভারতের বাইরে) কনস্যুলার অফিসার, যথাসম্ভব, মূল পাসপোর্ট এবং অন্যান্য বিবরণ যাচাই করবেন।

আবেদনকারীর জমা দেওয়া ঘোষণাপত্রে উল্লিখিত সমস্ত বিবরণ যাচাই করার পর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্ত স্টেকহোল্ডার সংস্থা/সরকারি বিভাগকে ৩০ দিনের মধ্যে তাদের মন্তব্য জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নথিপত্রের প্রয়োজনীয় সকল যাচাই-বাছাই সম্পন্ন করার পর ৩০ দিনের স্বীকৃতির পর অনলাইন মডিউলে ত্যাগের শংসাপত্র অনুমোদন করে। দুই মাসের বেশি সময় লাগে।