Languages

ভাঙা পায়ে ব্যাটিং করে রোহিত, শেহওয়াগের রেকর্ড ভাঙলেন পন্থ

ভাঙা পা নিয়েও দেশের জন্য ব্যাট করতে নামলেন ঋষভ পন্থ। ক্রিকেট মাঠে এমন লড়াইয়ের ছবি খুব কমই দেখা যায়। বুধবার ম্যাচ চলাকালীন ডান পায়ের পাতায় গুরুতর আঘাত পান তিনি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল। প্রায় নিশ্চিত ছিল, এই টেস্টে আর দেখা যাবে না তাঁকে। কিন্তু সব আশঙ্কাকে বুড়ো আঙুল দেখিয়ে ১৯ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার আবার মাঠে নামলেন পন্থ—এবার খুঁড়িয়ে খুঁড়িয়ে, ব্যথায় জর্জরিত শরীরে।

মাঠে নামতেই গোটা স্টেডিয়াম উঠে দাঁড়ায় তাঁকে সম্মান জানাতে। যন্ত্রণায় কুঁকড়ে থাকা শরীরেও দমে যাননি ভারতীয় দলের সহ-অধিনায়ক। ব্যাট হাতে লড়াই করে শুধু নিজের দলের ভরসা হয়ে ওঠেননি, ক্রিকেটপ্রেমীদের হৃদয়ও জয় করে নিয়েছেন তিনি।

পন্থের এই লড়াকু ইনিংস গড়েছে একাধিক রেকর্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন তিনিই সর্বোচ্চ রান করা ভারতীয় ব্যাটার। এর আগে এই নজির ছিল সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মার দখলে। সেইসঙ্গে, অ্যাওয়ে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি অর্ধশতরান করা উইকেটকিপার হিসেবে এখন পন্থ সবার উপরে। শুধু তাই নয়, টেস্টে ভারতীয়দের মধ্যে বীরেন্দ্র শেহওয়াগের ছক্কার রেকর্ড স্পর্শ করলেন পন্থ—শেহওয়াগের ৯০টি ছক্কার পাশে এখন তাঁর নামও।

যেভাবে অনিল কুম্বলে এক সময় ভাঙা চোয়াল নিয়ে বোলিং করে ক্রিকেটের ইতিহাসে অমর হয়েছিলেন, সেভাবেই পন্থও এবার তাঁর ভাঙা পা নিয়েই ক্রিকেট ইতিহাসের পাতায় লেখা রাখলেন সাহস, আত্মবলিদান আর লড়াইয়ের এক অনবদ্য অধ্যায়।